ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৬ আগস্ট ২০১৬

লালমনিরহাট জেলার কালীগঞ্জের তিস্তা নদী থেকে অজ্ঞাত নারীর (৪০) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম চর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তিস্তা নদীতে ভেসে আসা মরদেহটি কাশিরাম নামক এলাকায় ভেসে উঠলে এলাকাবাসী থানা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে শুক্রবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন কেউ মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে মরদেহটি উজান থেকে তিস্তার স্রোতে ভেসে এসেছে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিবস্ত্র মরদেহটি গলে যাওয়ায় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না তা বুঝা যাচ্ছে না।

রবিউল হাসান/এএম/পিআর