এমপিওভুক্ত না হওয়ায় মাদ্রাসা বন্ধ
জেলার বড়াইগ্রাম উপজেলার পারবাগডোব দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার ৫০ বছর পর এমপিওভুক্ত না হওয়ায় বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিনেও এমপিওভুক্ত হতে না পারায় শিক্ষকরা হাল ছেড়ে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকার এ শিক্ষা প্রতিষ্ঠানটির দুই শতাধিক শিক্ষার্থী এখন অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। এতে বিপাকে পড়েছে নিবন্ধন করা দাখিল পরীক্ষার শিক্ষার্থীরা।
জানা গেছে, ১৯৬৪ সালের জানুয়ারিতে স্থানীয় সমাজসেবক নওশের আলী এলাকার শিক্ষা বিস্তারের জন্য নিজ উদ্যোগে নিজের জমিতেই প্রতিষ্ঠা করেন পারবাগডোব ইবতেদায়ি মাদ্রাসা। প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয়দের অনুদানেই চলত এর শিক্ষাব্যয়।
৩৬ বছর পর ২০০০ সালে দাখিল শাখা খোলা হয়। এরপর শুরু হয় এমপিওভুক্তির উদ্যোগ। সেই অনুযায়ী ২০০৬ সালে মাদ্রাসা বোর্ডের নিবন্ধন (স্বীকৃতি) লাভ করে। এরপরও এমপিওভুক্ত না করতে পারায় এবং স্থানীয়দের অনুদান বন্ধ হয়ে যাওয়ায় এ বছর জানুয়ারি থেকে অনানুষ্ঠানিকভাবে পাঠদান বন্ধ করে তালা ঝুলিয়ে বিদায় নিয়েছেন শিক্ষক-কর্মচারীরা।
মাদ্রাসা সুপার নিজাম উদ্দিন বলেন, গত ১০টি ব্যাচে এখানের শিক্ষার্থীরা জেডিসি ও দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করেছে। এলাকার অনেক দরিদ্র পরিবারের ছেলেমেয়ে বাড়িসংলগ্ন প্রতিষ্ঠান হওয়ায় লেখাপড়া করত। এখন হয়তো সেটা বন্ধ হয়ে যাবে। কিন্তু স্বেচ্ছাশ্রমে আর কতদিন ধরে রাখা যায়।
পরিচালনা কমিটির সভাপতি আবদুর রাজ্জাক সরকার বলেন, প্রতিষ্ঠানটি সবদিক থেকেই ভালো ছিল। একে বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগ প্রয়োজন।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী বলেন, উদ্যোক্তারা নিজ উদ্যোগে প্রতিষ্ঠান চালু না রাখতে পারলে আমাদের কিছু করার নেই।
এএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি