উত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়ের উপর হামলা
নোয়াখালী জেলার হাতিয়ার কলেজ পড়ুয়া মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় মা ও মেয়ের উপর হামলা করেছে বখাটেরা। এ ঘটনায় আহত অবস্থায় মা ও মেয়েকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকালে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব সোনাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, প্রবাসী আদাব হোসেনের মেয়ে রিফাত আরা নিশিয়া কলেজে আসা-যাওয়ার সময় প্রায় উত্যক্ত করে বখাটেরা। প্রতিদিনের মতো শনিবারও নিশিয়া উপজেলা সদর ওছখালীতে অবস্থিত হাতিয়া সরকারি কলেজ থেকে আসার পথে বাড়ির পাশে বখাটেরা তার গতিরোধ করে।
খবর পেয়ে তার মা মাহমুদা বেগম ঘটনাস্থলে যান। এ সময় তার মা প্রতিবাদ করলে একই গ্রামের আব্দুল হালিমের ছেলে আব্দুর রহমানসহ কয়েকজন ওই মা ও মেয়ের উপর হামলা করে। এতে মা ও মেয়ে আহত হন। পরে স্থানীয়রা মা ও মেয়েকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানান নিশিয়ার মামা মো. সুজন।
মিজানুর রহমান/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের জনসভা: গাজীপুরের রাজবাড়ী ময়দানে উৎসব আমেজ
- ২ মিছিল মুখোমুখি হতেই বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২
- ৩ কিবরিয়া হত্যার ২১ বছর: চার্জশিট প্রতারণামূলক বললেন রেজা কিবরিয়া
- ৪ ১৯ বছর পর নেতাকে বরণে প্রস্তুত হচ্ছেন বগুড়ার বিএনপি নেতাকর্মীরা
- ৫ স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা, প্রতিবন্ধীকে পেটালেন বিএনপি কর্মীরা