পোরশায় ২ হাজার বোতল ফেনসিডিলসহ আটক ১
নওগাঁর পোরশায় ২ হাজার বোতল ফেনসিডিল, একটি মাইক্রোবাসসহ আইয়ুব আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার সকাল ৮টার দিকে উপজেলার সড়ইগাছী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আইয়ুব আলী বগুড়া জেলা সদরের ঠনঠনিয়া মহল্লার আফসার আলীর ছেলে।
র্যার-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আরাফাত হাসান জানান, রোববার সকালে গোপন সংবাদে জানা যায়, পোরশা উপজেলার ভারতীয় সীমানা থেকে মাইক্রোবাসযোগে মাদকের একটি বড় চালান নওগাঁ হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এমন তথ্যের ভিত্তিতে সড়ইগাছী বাজার এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয়। এ সময় মাইক্রোবাস থেকে ২ হাজার বোতল ফেনসিডিল উদ্ধারসহ আইয়ুব আলীকে আটক করা হয়।
তিনি আরো জানান, আইয়ুব আলী দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে র্যাবের কাছে জানিয়েছেন। এ ব্যাপারে পোরশা থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে।
আব্বাস আলী/এসএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি