স্কুলছাত্রীকে নির্যাতনের দায়ে চেয়ারম্যানের শাস্তির দাবি
নোয়াখালীর সূবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে বাড়ি থেকে তুলে এনে সালিশি বৈঠকে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় স্থানীয় চেয়ারম্যানের শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন নোয়াখালী নারী নির্যাতন প্রতিরোধ কমিটি।
রোববার সকালে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এ মানবন্ধন ও সামবেশ করা হয়।
মানববন্ধনে বক্তরা চরাবাটা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কর্তৃক স্কুলছাত্রীর উপর নির্মম নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার দাবি করেন এবং দোষী চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, সুবর্ণচর উপজেলায় দিনদিন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েই চলছে। তারা রাজনৈতিক ছত্রছায়ায় এ জাতীয় ঘটনা ঘটিয়ে যাচ্ছেন। স্থানীয় চেয়ারম্যানের ঘটনার দিন গ্রাম আদালত না থাকলেও রাত নয়টার সময় একটি স্কুলছাত্রীকে গ্রাম পুলিশ পাঠিয়ে বাড়ি থেকে তুলে এনে বেধড়ক পিটিয়ে অজ্ঞান করে ফেলা বর্বরতার সামিল।
এসময় বক্তব্য রাখেন, নোয়াখালী নাগরিক মোর্চার যুগ্ম-আহ্বায়ক আনম জাহের উদ্দিন, পারিবারিক নির্যাতন জোট নোয়াখালী সভাপতি অ্যাড. গোলাম আকবর, মহিলা আইনজীবী পরিষদ নেত্রী অ্যাড. কল্পনা রাণী দাশ, এডাব নোয়াখালী জেলা কমিটি সম্পাদক আবদুল আউয়াল, বাসদ (মাহবুব) কেন্দ্রিয় কমিটি সদস্য অ্যাড. শ্যামল দে, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য আবু নাছের মঞ্জু, নোয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক জামাল হোসেন বিষাদ, ঘরনীর নির্বাহী পরিচালক পপি রহমান ও সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) সম্পাদক নুরুল আলম মাসুদ প্রমুখ।
মিজানুর রহমান/এফএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের জনসভা: গাজীপুরের রাজবাড়ী ময়দানে উৎসব আমেজ
- ২ মিছিল মুখোমুখি হতেই বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২
- ৩ কিবরিয়া হত্যার ২১ বছর: চার্জশিট প্রতারণামূলক বললেন রেজা কিবরিয়া
- ৪ ১৯ বছর পর নেতাকে বরণে প্রস্তুত হচ্ছেন বগুড়ার বিএনপি নেতাকর্মীরা
- ৫ স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা, প্রতিবন্ধীকে পেটালেন বিএনপি কর্মীরা