পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, শোলাবাড়ি গ্রামের কামাল মিয়ার ছেলে এমরান মিয়া (৫) ও মেয়ে সাবিনা বেগম (৪) এবং ভাগ্নে আমান উল্লাহ্ (৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ওই তিন শিশু বাড়ির পাশে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সবার অজান্তে ওই শিশুরা পার্শ্ববর্তী একটি জলাশয়ে ডুবে যায়। পরে বেলা পৌনে ১২টার দিকে হঠাৎ শিশুদের মরদেহ ভেসে ওঠে। পরে পরিবারের লোকজন তাদের মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দ্বীন ইসলাম বলেন, জেলা প্রশাসক নিহত প্রত্যেক শিশুর পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
আজিজুল সঞ্চয়/এআরএ/আরআইপি