সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ : কারাগারে ১১ জেলে
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের তিনটি ফিশিং ট্রলারসহ অবৈধ অনুপ্রবেশ করে ইলিশ মাছ আহরণের প্রস্তুতিকালে ১১ জেলেকে আটক করা হয়েছে।
রোববার ভোরে সুন্দরবনের পশুর নদীর হারবাড়ীয়া এলাকা থেকে আটক করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম জানান, ভোর রাত ৪টার দিকে স্মার্ট প্রেট্রোলিং টিমেরে সদস্যরা সুন্দরবনের পশুর নদীতে তিনটি ফিশিং ট্রলারকে ইলিশের জাল ফেলতে দেখতে পায়। দ্রুত স্মার্ট প্রেট্রোলিং টিমের সদস্যরা ওই তিনটি ফিশিং ট্রলারকে ঘিরে ফেলে। এসব ফিশিং ট্রলার সুন্দরবনে প্রবেশের কোনো আনুমতিপত্র দেখাতে না পারায় ট্রলার ও জালসহ ১১ জেলেকে আটক করা হয়।
আটক জেলেরা হলো, ডিয়েল মন্ডল (৫০), দুলাল শেখ (৪৫), দেবু মন্ডল (৩০), প্রসেনজিৎ মন্ডল (২২), রামপ্রশাদ মন্ডল (২৮), সুব্রত রায় (৩২), প্রতাপ রায় (২২), উজ্জল শেখ (২২), ওয়াদুদ শেখ (২৫), এনামুর হাওলাদার (২২) ও ফারুক শেখ (২১)। আটক জেলেদের বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার জয়মনিরঘোল এলাকায়।
দুপুরে বন বিভাগের পক্ষ থেকে আটক এসব জেলেদের সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে মাছ আহরণের চেষ্টার অভিযোগে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাটের আদালতে পাঠায়। পরে আদালতের বিচারক আটক এসব জেলেদের কারাগারে পাঠাবার নির্দেশ দেন।
শওকত আলী বাবু/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ২ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৩ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ৪ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৫ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক