ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শোলাকিয়ায় জঙ্গি হামলা : রিমান্ড শেষে কারাগারে আনোয়ার

প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৮ আগস্ট ২০১৬

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার আসামি গাইবান্ধায় গ্রেফতার আনোয়ার হোসেনকে (৪৫) পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার বিকেলে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুস ছালাম খান এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুর্শেদ জামান জানান, আনোয়ার হোসেন শোলাকিয়া হামলায় অংশ নেয়া জঙ্গি শফিউল ইসলাম ও তার এক সহযোগীকে গোবিন্দতাগঞ্জে নিজের বাসায় আশ্রয় দেয়ার কথা স্বীকার করেছেন।

শফিউলকে আশ্রয় দেয়ার অভিযোগে গত ২৪ জুলাই আনোয়ার হোসেনকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের পান্থপাড়া এলাকা থেকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

পরে কিশোরগঞ্জ সদর থানা পুলিশ শোলাকিয়ায় হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখায়। গত বুধবার তাকে আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেয় কিশোরগঞ্জ থানা পুলিশ।

প্রসঙ্গত, গত ৭ জুলাই ঈদের দিন সকালে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে তল্লাশির সময় পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। এসময় তারা চাপাতি দিয়ে কুপিয়ে জহিরুল ইসলাম ও আনসারুল হক নামে দুই পুলিশ কনস্টেবলকে হত্যা করে। পরে তাদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়। এসময় ঘরের ভেতর গুলিবিদ্ধ হয়ে নিহত হন গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক।

পুলিশের গুলিতে নিহত হন আবির রহমান নামের এক জঙ্গি। সংঘর্ষের সময় আহত অবস্থায় শফিউলকে আটক করে পুলিশ। ৪ আগস্ট রাতে ময়মনসিংহের নান্দরাইলে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শফিউল নিহত হন।

নূর মোহাম্মদ/এআরএ/এমএস