সখীপুরে মাদক ব্যবসায়ীসহ তিনজন গ্রেফতার
প্রতীকী ছবি
টাঙ্গাইলের সখীপুরে এক মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে পৌরশহর ও উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ছাবেদের চালা এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে মো. শাহাদত হোসেন (৪০), দাড়িয়াপুর উত্তরপাড়া গ্রামের মৃত নওশের আলীর ছেলে আশরাফুজ্জামান এবং কচুয়া পূর্বপাড়া গ্রামের মৃত আবদুল জলিল মিয়ার ছেলে হাসান আলী মিয়া।
এ ব্যাপারে সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, রোববার রাতে ৮ লিটার চোলাই মদসহ ১জন ও ওয়ারেন্টপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আরিফ উর রহমান টগর/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন