চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি কাভার্ডভ্যানের সাথে পুলিশের পিকআপ ভ্যানের সংঘর্ষে কবির হোসেন নামে এক পুলিশ সার্জেন্ট নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন।
সোমবার ভোররাত সাড়ে ৪টায় উপজেলার ফৌজদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শহিদুল্লাহ বলেন, পুলিশের পিকআপ ভ্যানটি মহাসড়কে টহল দেওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই কবির হোসেন নিহত হন। এ ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএ