পঞ্চগড় পাসপোর্ট অফিসে রহস্যজনক চুরি
পঞ্চগড় আঞ্চলিক পাসপোর্ট অফিসে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে মূল্যবান দুইটি ক্যামেরা চুরি হয়। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অফিসের নৈশ্য প্রহরী নুর নবী ও ঝাড়ুদার আব্দুল মান্নানকে আটক করেছে পুলিশ।
পঞ্চগড় পাসপোর্ট অফিস ও স্থানীয় সূত্র জানায়, প্রতি দিনের ন্যায় রোববার রাতেও নৈশ্য প্রহরী নুর নবী ও ঝাড়ুদার আব্দুল মান্নান অফিসেই অবস্থান করছিল। গভীর রাতে বৃষ্টিপাতের সময় বিদ্যুৎ আসা-যাওয়া চলছিল। সোমবার সকালে তারা চুরির ঘটনা বুঝতে পেরে থানায় খবর দেয়া হয়। এসময় পাসপোর্টের জন্য ছবি তোলার কক্ষের জানালার ছিটকিনি ভাঙা পাওয়া যায়। চুরি যাওয়া ক্যামেরার মূল্য দুই লাখ টাকার বেশি বলে জানা গেছে।
তবে জেলা প্রসাশনের আবাসিক এলাকায় অবস্থিত সরকারি এই অফিসে এমন চুরির ঘটনা রহস্যজনক বলে ধারণা স্থানীয়দের।
পঞ্চগড় আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. রুহুল আমিন বলেন, চুরির ঘটনা বুঝতে পারার সঙ্গে সঙ্গে লিখিতভাবে থানায় জানানো হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মমিন বলেন, খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
সফিকুল আলম/এআরএ/এবিএস