ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠিতে ইয়াবাসহ আটক ৭

প্রকাশিত: ০২:২৬ পিএম, ২৯ আগস্ট ২০১৬

ঝালকাঠিতে অভিযান চালিয়ে সদর উপজেলা ও রাজাপুর থেকে ১৪০ পিস ইয়াবাসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, জেলার রাজাপুর কলেজ মাঠে সন্দেহজনক ঘোরাফেরার সময় মাদক ব্যবসায়ী সুজনকে (৩০) আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

সদর উপজেলার বিনয়কাঠির সুগন্ধিয়া ব্রিজ এলাকা থেকে কামরুল বাসার মৃধা (৩৫) নামে এক যুবক ও তার সঙ্গে মোটরসাইকেল চালক হাসান তালুকদার আটক করা হয়। পরে কামরুল মৃধার শরীর তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাতেই উদচড়া গ্রামের ওয়াহেদ মৃধা ও রামচন্দ্রপুর গ্রামের ইমরানকে আটক করা হয়।

অন্যদিকে রাজাপুর বাইপাস মোড় এলাকার আনসার মীরের ছেলে খায়রুল মীর ও মোটরসাইকেল চালক রাজাপুরের তুলাতলা এলাকার আজিজ খলিফার ছেলে লিটন খলিফাকে সোমবার সকাল সাড়ে ৮টায় ঝালকাঠি শহরের পেট্রল পাম্প মোড় এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ।

এ সময় তাদের দেহ তল্লাশি করে ৭৫ পিস ইয়াবা ও বিক্রির ২৪ হাজার টাকাসহ উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করেছে বলে জানায় পুলিশ।

 মো. আতিকুর রহমান/এএম/এবিএস