রিভিউ খারিজের রায় শুনেছেন মীর কাসেম
ফাইল ছবি
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বন্দি মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলী রিভিউ আবেদন খারিজের রায় শুনেছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাশির আহমেদ এর সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে মীর কাসেম আলী তার রিভিউ আবেদন খারিজ হওয়ার রায় তার সঙ্গে থাকা রেডিওর মাধ্যমে শুনেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। মীর কাসেম আলী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ ফাঁসির কনডেম সেলে বন্দি রয়েছেন।
আমিনুল ইসলাম/এসএস/এমএস