ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় নিহত ২

প্রকাশিত: ০৭:৫৯ এএম, ৩০ আগস্ট ২০১৬

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক রুস্তম আলী (৩২) ও যাত্রী নাজমা আক্তার (২৬) নিহত হয়েছেন। এসময় সিএনজিতে থাকা আরো ৫ যাত্রী আহত হন।

মঙ্গলবার সকালে সদর উপজেলার দালাল বাজারের মাইলের মাথায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
নিহত নাজমা সদর উপজেলার নন্দনপুর গ্রামের জিল্লাল হোসেনের মেয়ে এবং চালক রুস্তম আলী একই গ্রামের ঈমান আলীর ছেলে। আহতরা হলেন, বেঙ্গল সু কারখানার শ্রমিক ফেন্সী, জহির, কুলছুম বেগম, মুন্নি আক্তার ও পারভীন আক্তার।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, রায়পুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস বাসটি সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক রুস্তম ও যাত্রী নাজমা প্রাণ হারান। এসময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘাতক বাসটি পুলিশি হেফাজতে রয়েছে।

কাজল কায়েস/এফএ/আরআইপি