ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল থাকায় টাঙ্গাইলে আনন্দ মিছিল

প্রকাশিত: ০৯:৫১ এএম, ৩০ আগস্ট ২০১৬

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড আপিল বিভাগে বহাল থাকায় টাঙ্গাইলে আনন্দ-মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য শামসুজ্জামান পাশা, জেলা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান মারুফ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, পৌর কাউন্সিলর আমিনুর রহমান আমিন প্রমুখ।

সমাবেশে বক্তারা দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান। পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আরিফ উর রহমান টগর/এআরএ/এবিএস