ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রেণিকক্ষ থেকে বের করে শিক্ষককে পোটালো সন্ত্রাসীরা

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ১০:২৮ এএম, ৩০ আগস্ট ২০১৬

মানিকগঞ্জের দৌলতপুরে ক্লাস চলাকালীন সময়ে শ্রেণিকক্ষ থেকে বের করে মোহাম্মদ আলী জিন্নাহ নামে এক শিক্ষককে মারধর করেছে সন্ত্রাসীরা। এসময় শিক্ষককে উদ্ধার করতে গেলে জহুরা নামের এক ছাত্রীকেও মারধর করা হয়।

মঙ্গলবার দুপুরে দৌলতপুর উপজেলার বাঁচামারা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক ও ছাত্রীকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাঁচামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ জানান, বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ ৬ষ্ঠ শ্রেণির “খ” শাখায় সামাজিক বিজ্ঞান বিষয়ে ক্লাস নিচ্ছিলেন। এসময় বাঁচামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বহিরাগত রবিউল ইসলাম ও মাসুদ রানাসহ বেশ কয়েকজন সন্ত্রাসী মোহাম্মদ আলী জিন্নাহকে শ্রেণিকক্ষ থেকে জোরপূর্বক বের করে এনে লাঠি দিয়ে পেটাতে থাকে।

এসময় ওই শিক্ষকের ভাস্তি এবং একই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জহুরা তাকে বাঁচাতে এগিয়ে আসলে জহুরাকেও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রধান শিক্ষক আরো জানান, শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাকে স্কুল থেকে সরিয়ে বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিলেন রফিকুল ইসলাম। এর জের ধরেই এ ঘটনা ঘটেছে। মারধরের বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকতাকে জানানো হয়েছে।

দৌলতপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে শিক্ষককে মারধরের ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানান।

তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

খোরশেদ/এফএ/এবিএস