বেতন-বোনাসের দাবিতে মির্জাপুরে শ্রমিক বিক্ষোভ
টাঙ্গাইলে বেতন ও বোনাসের দাবিতে মানববন্ধন করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
মঙ্গলবার দুপুরে জেলার মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের তানিয়া গার্মেন্টেসের শ্রমিকরা এ বিক্ষোভ ও সমাবেশ করে।
শ্রমিকদের অভিযোগ, মালিক পক্ষ চার শতাধিক অসহায় ও নিরীহ শ্রমিকদের ঈদের আগে বেতন ভাতা ও বোনাস না দিয়ে হঠাৎ গার্মেন্টস বন্ধ করে শ্রমিকদের বিদায় করে দেন। গার্মেন্টস বন্ধ ও শ্রমিকদের ঈদ বোনাস এবং বেতন না পাওয়ার এই খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়।
মঙ্গলবার দুপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা গার্মেন্টেসের কাজের জন্য গেলে মালিক পক্ষ তাদের কাজে যোগদান করতে দেয়নি।
পরে বিক্ষুব্ধ কয়েকশ’ শ্রমিক গার্মেন্টেসের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করতে গেলে মালিক পক্ষ ও পুলিশ বাঁধা দেয়। পরে পুলিশের বাঁধা উপেক্ষা করে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করে।
এ ব্যাপারে তানিয়া গার্মেন্টেসের (সিইও) মো. কবির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গার্মেন্টস দীর্ঘ দিন ধরে লোকসানের মধ্যে রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষও আমাদেরকে আর টাকা দিচ্ছে না। ফলে বাধ্য হয়ে গার্মেন্টস বন্ধ করে দেয়া হয়েছে।
তবে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা তাদের সঙ্গে আলোচনা করেই পরিশোধ করা হয়েছে এবং কিছু শ্রমিক রয়েছে যাদের বেতন ও বোনাস কয়েক দিনের মধ্যে পরিশোধ করা হবে। শ্রমিকরা কিছু নেতার উস্কানিতে বেআইনিভাবে এ বিক্ষোভ সমাবেশ করেছে বলেও জানান সিইও মো. কবির হোসেন।
আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন