ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হিলি সীমান্তে পিস্তল গুলি ম্যাগাজিন উদ্ধার

প্রকাশিত: ০৩:১৫ পিএম, ৩০ আগস্ট ২০১৬

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত থেকে মঙ্গলবার বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
 
বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ভারত থেকে পাচার হয়ে আসা আগ্নেয়াস্ত্র ওই এলাকায় কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বাসুদেবপুর ক্যাম্পের ল্যান্সনায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এমদাদুল হক মিলন/এএম/এবিএস