ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিজিবিকে বিএসএফের মিষ্টি উপহার

প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৬ জানুয়ারি ২০১৫

ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার সকাল ১০টায় সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় উপস্থিত হয়ে বিজিবিকে মিষ্টি উপহার দেন বিএসএফ।

এর আগে ভারত হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার জাফরুল্লাহ খান এবং বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার আব্দুল মান্নান কুশল বিনিময় করেন।

পরে বিএসএফের পক্ষ থেকে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার, জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও হিলি সিপি ক্যাম্পের জন্য মিষ্টি উপহার দেন।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান,  দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিভিন্ন জাতীয় দিবসে উভয় পক্ষ মিষ্টি উপহার দিয়ে থাকে।

এছাড়া বিশ্ব কাস্টমস দিবস উদযাপন উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে বলে তিনি জানান।

এমদাদুল হক মিলন/এমএএস