ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাস্তায় চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

প্রকাশিত: ০৮:৪২ এএম, ৩১ আগস্ট ২০১৬

বছরের ছয় মাসই বিদ্যালয়টি পানিতে ডুবে থাকে। পানির উপর মাচা করে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেওয়া হয়। বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৩৫০ জন। পরীক্ষার ফলাফলও অনেক ভালো। তাই বাধ্য হয়েই রাস্তার ধারে ক্লাস নিতে হচ্ছে।

কথাগুলো বলছিলেন রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা রানী চৌধুরী।

সাতক্ষীরার তালা উপজেলার রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাঠদান চলছে রাস্তার দুই ধারে। জলাবদ্ধতার কবলে পড়ে বন্ধ রয়েছে বিদ্যালয়টি। তিন মাস পরই বার্ষিক পরীক্ষা; তাই বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে রাস্তায় পাঠদান করছেন শিক্ষকরা।

Satkhira

সরেজমিনে গিয়ে দেখা যায়, কপোতাক্ষের তীরে নির্মিত বিদ্যালয়ের ভবনটি অপরিকল্পিতভাবে নির্মাণের কারণে পানিবন্দি। শ্রেণিকক্ষেই ২/৩ ফুট পানি জমে আছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাগো নিউজকে বলেন, বিদ্যালয়টি জলাবদ্ধতার কবল থেকে মুক্ত করতে চেষ্টা করা হচ্ছে।

আকরামুল ইসলাম/এফএ/পিআর