বিষখালিতে ৫ দোকান নদীগর্ভে বিলীন
ঝালকাঠির রাজাপুরের বিষখালি নদীর ভাঙনে বাদুরতলা বাজারের পাঁচটি দোকান বিলীন হয়ে গেছে। মঙ্গলবার শেষ রাতে হঠাৎ ভাঙন দেখা দেয় এবং ওই বাজারের পাঁচটি দোকান নদীগর্ভে বিলীন হয়ে যায়।
জানা যায়, বাদুরতলা বাজারের সোনা মিয়া মুদি দোকান, দিপক সেলুন, পান্নু চায়ের দোকান, জয়নাল ও গোরাঙ্গ মুসির দোকান রাতে নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়া ভাঙনের ঝুঁকি থাকায় জামাল, রুবেল, মিজান, হারুন ও মোবাক্ষেরের দোকান-ঘর সরিয়ে ফেলা হচ্ছে।
বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত বাদুরতলা এলাকা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা অক্তার লাইজু ও মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার।
মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার জানান, এ পর্যন্ত বিষখালির ভাঙনে বাজারের ১১টি দোকান ও বসতঘরসহ অনেক এলাকা বিলীন হয়ে গেছে। বর্তমানে বাদুরতলা স্কুলটি চরম ভাঙন ঝুঁকিতে রয়েছে। এদিকে ক্ষতিগ্রস্তরা ভাঙনরোধে সরকারের কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়েছে।
মো. আতিকুর রহমান/এএম/এবিএস