ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৮:০৪ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৬

নরসিংদীর শিবপুরে নিখোঁজের দুইদিন পর এক স্কুলছাত্রের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলার শিবপুর উপজেলার পূবেরগাঁও গ্রামের বড়বাড়ির সামনের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাপ্পি ভূইয়া (১১) পূর্বেগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র এবং গিদ্দাপাড়া গ্রামের পত্রিকার হকার কাউসার ভূইয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত বাপ্পি লেখাপাড়ার ফাঁকে বাড়ির পার্শ্ববর্তী একটি মুরগির খামারে কাজ করতো। মঙ্গলবার রাত ৯টার দিকে মুরগির ফার্মের মালিক ফেরদৌসি বেগম গাড়িতে মুরগি তোলে দেয়ার জন্য নিহত বাপ্পিকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে।

এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ছেলেকে না পেয়ে নিহতের বাবা কাউসার ভূইয়া এলাকায় মাইকিং করেন।  পরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পূবেরগাঁও বড়বাড়ির সামনে একটি পুকুরে বস্তাবন্দী অবস্থায় নিহত বাপ্পির মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

শিবপুর থানা পুলিশের ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ঈমাম হোসেন জানায়, এ ঘটনায় মুরগির ফার্মের মালিক ফেরদৌসি বেগম ও তার মা সাফিয়া খাতুনসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সঞ্জিত সাহা/এসএস/এবিএস

আরও পড়ুন