সাতক্ষীরায় ১৬ কেজি স্বর্ণসহ আটক ১
সাতক্ষীরায় ১৬ কেজি তিনশ ১৮ গ্রাম স্বর্ণ ও একটি মটরসাইকেলসহ এক চোরাচালানীকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদরের তলুইগাছা সীমান্তের বিজিবি ক্যাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ওলিউজ্জামান কেড়াগাছি এলাকার শফিকুল ইসলামের ছেলে।
তলুইগাছা বিজিবি ক্যাম্পর হাবিলদার আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ৩৮ বিজিবির জনসংযোগ কর্মকর্তা সামসুল আমল জাগো নিউজকে জানান, তলুইগাছা বিজিবি ক্যাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় ওলিউজ্জামানের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এসময় তাকে আটকের পর দেহ তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। স্বর্ণের মূল্য এখনো নির্ধারণ করা হয়নি।
আকরামুল ইসলাম/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাঁস চুরি করেছেন ইউপি মেম্বারের ছেলে, জরিমানা করায় ৩ জনকে কুপিয়ে জখম
- ২ টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে জীবনদক্ষতা উন্নয়নে বুটক্যাম্প
- ৩ মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন অপহৃত ১৪ জেলে, জিম্মি ৬
- ৪ নওগাঁয় অন্যের জমি দখল করে বিএনপি প্রার্থীর দলীয় কার্যালয়
- ৫ লক্ষ্মীপুর যাচ্ছেন জামায়াত আমির, ২ লাখ নেতাকর্মীর সমাগমের প্রত্যাশা