ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় ৭১ কেজি গাঁজাসহ নারী আটক

প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৬

নওগাঁর মহাদেবপুরে ৭১ কেজি গাঁজা উদ্ধারসহ আমেনা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার রাইগাঁ ইউনিয়নের চকশিয়ালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক আমেনা বেগম চকশিয়ালী গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।

রাইগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম জানান, মাতাজিহাট ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চকশিয়ালী গ্রামের রেজাউল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় রেজাউল ইসলামের ঘরে থাকা ট্যাঙ্কের ভিতর থেকে ৭১ কেজি গাঁজাসহ আমেনা বেগমকে আটক করা হয়।
 
মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহম্মেদ জানান, রেজাউল ইসলাম ও তার স্ত্রী আমেনা বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। রেজাউল ইসলামকে আটক করা সম্ভব না হলেও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আব্বাস আলী/এআরএ/এমএস