ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুপারভাইজারকে হত্যা

প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৬

বগুড়ায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুপারভাইজার রেজাউল করিমকে (৩৫) হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর নন্দীগ্রামের বুড়ইল ইউনিয়নের পোতা গ্রামের রাস্তার পাশ থেকে আগুনে পোড়া মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত রেজাউল বগুড়া সদর উপজেলার বামনপাড়া গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলায় কর্মরত ছিলেন। পাওনা টাকা চাইতে গিয়ে বৃহস্পতিবার বিকেল থেকে তিনি নিখোঁজ হন।

নিহত রেজাউলের নিকটাত্মীয় আব্দুল গফুর জানান, নন্দীগ্রাম উপজেলা বিআরডিবি অফিসের সহকারী গ্রাম উন্নয়ন কর্মকর্তা জিল্লুর রহমানকে বেশ কিছুদিন আগে রেজাউল তার গ্রামের এক যুবকের চাকরির জন্য সাড়ে ৬ লাখ টাকা দিয়েছিলেন।

পরবর্তীতে ওই যুবকের চাকরি হয়নি। পরে টাকা ফেরত দিতে তালবাহানা করেছিলেন জিল্লু। এ কারণে বৃহস্পতিবার দুপুরে রেজাউল টাকা চাইতে নন্দীগ্রাম যান। এরপর মোবাইল ফোনে বাড়িতে জানান, তার ফিরতে দেরি হবে। তারপর থেকেই রেজাউলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শুক্রবার দুপুরে গ্রামের লোকজন রাস্তার পার্শ্বে আগুনে পোড়া একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- শ্বাসরোধ করে হত্যার পর চেহারা যাতে না চেনা যায়, সে কারণে আগুন ধরিয়ে মরদেহের মুখ পুড়িয়ে ফেলা হয়েছে। মরদেহ উদ্ধারের পর পুলিশ তার সঙ্গে থাকা কাগজপত্র থেকে পরিচয় নিশ্চিত হয়।

ঘটনার পর থেকে বিআরডিবি কর্মকর্তা জিল্লুর রহমান পলাতক রয়েছেন। পাওনা টাকা নিয়ে বিরোধেই রেজাউল খুন হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এআরএ/এমএস