ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেয়েকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১০:৩৪ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৬

বগুড়ায় সাড়ে তিন বছরের এক শিশু কন্যাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন এক বাবা। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার নামুজা ইউনিয়নের ছোট টেংরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের আজিজার রহমানের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের বাস্তায় বন্ধুদের সঙ্গে খেলা করছিল মলি খাতুন। এসময় মানসিক ভারসাম্যহীন বাবা হঠাৎ করে পাশের জমিতে পড়ে থাকা একটি কোদাল নিয়ে মেয়ে মলি খাতুনকে ঘাড়ে ও মাথায় কোপ দেয়। এতে মালি খাতুন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগেই গ্রামবাসীর হাতে আটক মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে গ্রামবাসী।

এআরএ/এবিএস