ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সরিষাবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:২২ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৬

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ভাটারা ইউনিয়নের বারইপটল গ্রামের এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, বারইপটল গ্রামের বেলাল হোসেন বিপ্লবের মেয়ে ফাকরিয়া (৫) ও নিজাম উদ্দিনের মেয়ে শারমিন (৫)।

এলাকাবাসী জানায়, ফাকরিয়া এবং শারমিন বাড়ির পাশে বারইপাটল উচ্চ বিদ্যালয়ের পুকুরের পাড়ে খেলা করছিল। এক পর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে শিশু দুইটির মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

শুভ্র মেহেদী/এআরএ/আরআইপি