নরসিংদীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত ১
নরসিংদীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সবুজ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো দুই জন আহত হয়েছেন। এরা হলেন, কাউছার (২০) ও কাদির (২০)।
মঙ্গলবার দুপুরে নরসিংদী পৌর এলাকার ব্রাহ্মন্দী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ শিবপুর উপজেলার বীরপুর গ্রামের আবুল কাসেম মিয়া ছেলে।
জানা যায়, নরসিংদী পৌর এলাকায় ব্রাহ্মন্দী এলাকার নূরু উদ্দিন মোল্লা নামে এক ব্যক্তির মালিকাধীন বহুতলা একটি ভবনের কাজ চলছিল। এসময় দেয়াল ধসে তিনজন শ্রমিক আহত হয়।
আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হলে এদের মধ্যে সবুজ মারা যায়।
এমএএস