আরো তিন বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ
সুন্দরবনের হিরণ পয়েন্টে ট্রলার ডুবিতে নিহত আরো তিন বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে শনিবার দুপুর ২টায় তাদের মরদেহ হস্তান্তর করা হয়।
ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা মরদেহগুলো সাতক্ষীরা-৩৮ বিজিবির কাছে হস্তান্তর করেন। এসময় ঘোজাডাঙ্গা বিএসএফ কোম্পানি কমান্ডার শিব দত্ত, ভারতের পাথর প্রতিমা থানার এসআই কাত্তিক মূখার্জী, ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন ওসি প্রশান্ত ঘোষ ও সাতক্ষীরা-৩৮ বিজিবির ভোমরা ক্যাম্পের কমান্ডার সুবেদার সিরাজুল গনি, ভোমরা ইমিগ্রেশন ওসি সুব্রত কুমার, সদর থানার এসআই রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, মরদেহের পরিচয় নিশ্চিত না হওয়ায় শহরের কামালনগরে সরকারি কবরস্থানে বিকেল ৫টায় দাফন করা হয়েছে।
প্রসঙ্গত, একই ঘটনায় গত বৃহস্পতিবার ট্রলার ডুবিতে নিখোঁজ সাত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।
আকরামুল ইসলাম/এআরএ/আরআইপি