লক্ষ্মীপুরে শিবকালী মূর্তিসহ প্রতারক আটক
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শিবকালী মূর্তিসহ শহিদ আলী সরদার (৬০) নামের এক প্রতারককে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১১) সদস্যরা।
শনিবার বিকেলে র্যাব-১১ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ভোরে অভিযান চালিয়ে শিবকালী মূর্তিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক শহিদ আলী উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের লুধুয়াপাড়ার মৃত জয়নাব আলী সরদারের ছেলে।
র্যাব জানায়, দেড় বছর আগে প্রতারক শহিদ আলী সরদারের সঙ্গে সদর উপজেলার পশ্চিম গ্রামের মৃত বিনোদ বিহারী রায়ের ছেলে শংকর রায়ের পরিচয় হয়। শহিদ একপর্যায়ে শংকরকে জানায়, তার কাছে মূল্যবান একটি শিবকালী মূর্তি রয়েছে। ওই মূর্তি দেয়ার নামে তার কাছ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়।
গত ৩১ আগস্ট শহিদ মূর্তি দুধ-কলা ও অন্যান্য খাদ্য সামগ্রী খাওয়ানোর কথা বলে আরো ১৩ হাজার টাকা দাবি করে। বিষয়টি সন্দেহ হলে শংকর র্যাব ক্যাম্পে বিষয়টি জানায়। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। শহিদ স্বীকার করেছে, গত ১০ থেকে ১২ বছর ধরে এ মূর্তি দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। পরে তার তথ্যের ভিত্তিতে বাড়ির পুকুর থেকে একটি শিবকালী মূর্তি উদ্ধার করা হয়।
কাজল কায়েস/এএম/আরআইপি