ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের ভাদুঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিকেলে ভাদুঘর বাসস্ট্যান্ডের পূর্ব পাশের রেললাইনে অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
আজিজুল সঞ্চয়/এআরএ/আরআইপি