ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভারতের সঙ্গে সকল সমস্যার সমাধান করা হবে : সেতুমন্ত্রী

প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিদেশিদের তোষণ করে যারা ভাবেন ক্ষমতায় বসবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।

তিনি আরো বলেন, ৪১ বছরের সীমান্ত চুক্তির সমাধান হয়েছে এবং আগামীতে ভারতের সঙ্গে পানিসহ সকল অমীমাংসিত চুক্তি আলোচনা টেবিলে বসে সামাধান করা হবে। ভারতকে গালমন্দ করে নয়।

শনিবার বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামে গান্ধী আশ্রম স্ট্রাস্টের গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট নবনির্মিত ভবন এবং গান্ধী মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধীর মধ্যে চমৎকার সুসম্পর্কের কথা স্মরণ করে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আরো চমৎকার সম্পর্ক দৃঢ় হয়েছে।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা, প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও ভবনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন।

Obadiul

এসময় গান্ধী আশ্রম স্ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, আশ্রমের সেক্রেটারি শ্রীমতি ঝর্ণাধারা চৌধুরী, গান্ধী আশ্রমের ট্রাস্টি ও নোয়াখালী জেলা প্রশাসক বদের মুনীর ফেরদৌস, জেলা পরিষদের প্রশাসক ডা. এবিএম জাফর উল্যাহ, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বাংলাদেশের কান্ট্রি হেড দেবব্রত চক্রবর্তী, ট্রাস্টি মিজবাহ উদ্দিন সিরাজ, পুলিশ সুপার ইলিয়াছ শরীফসহ ট্রাস্টি বোর্ড ও ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা, জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমবেত সংগীত রামধুন পরিবেশ করা হয়।

মিজানুর রহমান/এমএএস/আরআইপি