চৌগাছায় নিখোঁজ ইউপি চেয়ারম্যানের মরদেহ শনাক্ত
তিনদিন আগে যশোর শহর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় মরদেহটি চৌগাছার আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের (৫০)।
শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা যশোর কোতোয়ালি থানায় গিয়ে মরদেহর ছবি দেখে সনাক্ত করেছেন। এদিকে নিখোঁজের ঘটনায় এদিন তার ছেলে শাহিনুর রহমান চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিহত আবুল কাশেম চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি তিনদিন আগে নিখোঁজ হয়েছিলেন।
থানা পুলিশ ও স্বজনরা জানান, চৌগাছা উপজেলার পাশাপোল ইউপি চেয়ারম্যান আবুল কাশেম গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তার ঘনিষ্ট আলী আহম্মদের ছেলে আশিককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে যশোরের উদ্দেশ্যে যান। যশোর শহরের ধর্মতলা নামকস্থানে তার সহযোগী চেয়ারম্যানকে রেখে বাড়িতে চলে আসেন। এ দিনরাত থেকে তিনি তার পরিবারের ও এলাকাবাসীর সঙ্গে কোনো যোগাযোগ করেননি।
যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, বৃহস্পতিবার যশোর শহরের ষষ্ঠীতলাপাড়া এলাকা থেকে মধ্যবয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা সনাক্ত করেছেন অজ্ঞাত মরদেহটি আবুল কাশেমের।
নিখোঁজ কাশেমের ভায়রা ভাই হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার যশোর শহরের ষষ্ঠীতলা পাড়া এলাকায় অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। যশোর কোতোয়ালি থানায় ছবি দেখে নিশ্চিত হয়েছি এটি চেয়ারম্যান আবুল কাশেমের মরদেহ।
মিলন রহমান/এমএএস/আরআইপি