ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সংস্কারের ৬ মাসেই সড়কের অবস্থা বেহাল

প্রকাশিত: ০৫:৪৩ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৬

সংস্কারের মাত্র ৬ মাস পার হতেই ঝিনাইদহ-যশোর মহাসড়কের বেহালদশা দেখা দিয়েছে। ঝিনাইদহ শহর থেকে কালীগঞ্জ পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের ছোট-বড় অসংখ্য গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

থ্রি-হুইলার ড্রাইভার রফি উদ্দিন জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ার পরই মহাসড়কের বিভিন্ন স্থানে পিচ-পাথর উঠে যেতে থাকে। বর্তমানে কোথাও কোথাও সাত-আট ইঞ্চি গভীর গর্তের সৃষ্টি হয়েছে। মহাসড়কের এমইউ কলেজ রোড থেকে বিষয়খালী বাজার পর্যন্ত বিভিন্ন জায়গার অবস্থা অত্যন্ত নাজুক।

এলাকাবাসী জানান, বড়-বড় গর্তের কারণে বাস-ট্রাক, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে। সাধারণ জনগণ আহত হচ্ছেন প্রতিনিয়ত।

ট্রাকচালক ইমন আলী জানান, কখনো কখনো গর্ত পাশ কাটাতে গিয়ে গাড়ি উল্টে যাওয়ার উপক্রম হয়।

এ ব্যপারে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, অতি বৃষ্টির কারণে কিছু জায়গায় সমস্যা দেখা দিয়েছে। খুব শিগগিরই এগুলো সংস্কার করা হবে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর

আরও পড়ুন