ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৭:৩৬ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৬

শরীয়তপুর শহরের প্রাণকেন্দ্র কোর্ট সংলগ্ন পুলিশ বক্স থেকে রাজগঞ্জ ব্রিজ পর্যন্ত প্রায় ৫০০টি দোকান ও অবৈধ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। রোববার দুপুর ১২টা থেকে এ উচ্ছেদ শুরু হয়।

জানা যায়, প্রায় এক মাস থেকে দোকান ও অফিস সরানোর জন্য সরকারি নোটিশ দেয়া হয়েছে। কিন্তু কেউ না সরানোর কারণে এ উচ্ছেদ শুরু হয়েছে।

দোকানদাররা জানান, আমাদের কোনো নোটিশ না দিয়েই দোকানপাট ভেঙে ফেলছে। আমরা এখন মালামাল নিয়ে কোথায় যাব?

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. বেল্লাল হোসেন বলেন, এগুলো সড়ক ও জনপথের জায়গা । ৬৫ ফিট সড়ক ও জনপথের জায়গার ভেতর কোনো দোকান কিংবা অফিস করা যাবে না। আমরা একাধিক নোটিশ দিয়েছি। তারা না সরানোর কারণে আমরা উচ্ছেদ করছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমানের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চলছে।

ছগির হোসেন/এসএস/পিআর

আরও পড়ুন