সিরিজ বোমা বিস্ফোরণ মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল
হবিগঞ্জ জেলায় সিরিজ বোমা বিস্ফোরণ মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। রোববার নির্ধারিত তারিখে সাক্ষী না আসায় মামলার তারিখ পিছিয়ে ১৮ অক্টোবর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।
এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে সাত আসামিকে হাজির করা হয়। তবে সাক্ষীর অনুপস্থিতে তা আবার পিছিয়ে দেয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা বিস্ফোরণ ঘটায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) । এর ধারাবাহিকতায় হবিগঞ্জেও পাঁচটি স্থানে একযোগে বিস্ফোরণ ঘটনানো হয়। স্থানগুলো হচ্ছে, জেলা প্রশাসকের কার্যালয়, ঈদগাহ ময়দানের দেয়াল সংলগ্ন স্থান, জেলা জজ আদালত, সোনালী ব্যাংক প্রধান শাখার সামনে ও চৌধুরী বাজার পৌর মার্কেট।
এ ঘটনায় পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ২৭৪ জনকে সাক্ষী করা হয়। এর মাঝে সাক্ষ্য দিয়েছেন মাত্র ৮৩ জন। মামলাগুলো বর্তমানে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাফরোজা পারভীনের আদালতে বিচারাধীন রয়েছে।
আজ রোববার মামলার নির্ধারিত তারিখ ছিল। সকালে মামলার অন্যতম আসামি জেএমবি প্রধান সাইদুর রহমান, তার ছেলে জেএমবির আইটি বিশেষজ্ঞ এএইচএম শামীম, মো. বেলাল হোসেন ওরফে তামিম, হাফেজ হুজাইফা ওরফে ওবায়দুল্লাহ ওরফে সুমন, আজিজুল ইসলাম গাজী ওরফে আজিজুল ওরফে হানিফ, শফিকুল ইসলাম ওরফে নাজিম ওরফে নাহিম ও সালাহ উদ্দিনকে আদালতে হাজির করা হয়। কিন্তু আদালতে কোন সাক্ষী আসেননি। ফলে মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে দেয়া হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এবিএস