ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পার্বতীপুরে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৯:২৩ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বকুল (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এরআগে রোববার দিবাগত গভীর রাতে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চড়কডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বকুল রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ১৪ নম্বর বিষ্ণপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের আবু বকরের ছেলে।

পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এফএ/এনইউ