ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বীরগঞ্জে এক কৃষকের ৭ গরু চুরি

প্রকাশিত: ১১:০৩ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

দিনাজপুরের বীরগঞ্জে এক কৃষকের ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে গরু চুরির আতঙ্ক বিরাজ করছে। উপজেলার সুজালপুর ইউনিয়নের ছোট শীতলাই গ্রামের দক্ষিণ পাড়ায় রোববার রাতে এ চুরির ঘটনা ঘটে।

সুজালপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাদশা মিয়া জানান, ছোট শীতলাই গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. জহিরুল ইসলামের ছেলে মো. কাজিরুল ইসলাম (৪৫) সন্ধ্যা নেমে আসার আগেই তার পালিত সাতটি গরু গোয়াল ঘরে রেখে তালা দেয়। গভীর রাতে কয়েকজন চোর ঘরের গ্রিল ভেঙে সাতটি গরু নিয়ে পালিয়ে যায়। ঈদকে সামনে রেখে এ ঘটনায় এলাকাবাসীর মাঝে গরু চুরির আতঙ্ক বিরাজ করছে।

কৃষক মো. কাজিরুল ইসলাম জানান, রাতে কয়েকবার গোয়াল ঘরে এসে দেখি গেছি। তখন পর্যন্ত গরুগুলি ছিল। কিন্তু সকালে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে দেখি গোয়াল ঘর শূন্য। কোনো গরু নেই। ঘরের গ্রিল ভাঙা। প্রতিটি গরুর মূল্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা হবে।

সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এআরএ/পিআর