ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে জামায়াত নেতাসহ আটক ২

প্রকাশিত: ০১:২৮ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা জিয়াউল হক জিয়া ও  তার বাবাকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালের দিকে উপজেলার সাতারভাগ গ্রামের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটক জিয়াউল হক জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও শিবিরের সাবেক জেলা সভাপতি।

পুলিশ জানায়, সোমবার সকালে জিয়ার বাড়িতে পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় জিয়াউল হক জিয়া ও তার বাবা ইউনুস আলীকে আটক করে থানায় নিয়ে যায়।

নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, নাশকতা ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

রেজাউল করিম রেজা/এএম/পিআর