সালথায় গৃহবধূকে জবাই করে হত্যা : আটক ১
ফরিদপুরের সালথায় রিশমা বেগম (২২) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যার পর হাত-পায়ের রগ কেটে দেয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য নিহতের ভাসুরের ছেলে সাব্বির মিয়াকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে নিহতের বাড়ির সামনের ধান ক্ষেত থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রিশমা বেগম উপজেলার গট্টি ইউনিয়নের কানাইর গ্রামের মো. জালাল শেখের স্ত্রী ও প্রতিবেশী সোবহান মোল্যার মেয়ে।
নিহতের দাদী ফজরুন নেছা জানান, রিশমার স্বামী ঢাকায় চাকরি করেন। রিশমার সঙ্গে তার ভাসুর লাল মিয়ার ছেলে সাব্বির মিয়ার পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল।
সালথা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রিশমাকে জবাই করে হত্যার পর হাত-পায়ের রগ কাটা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাসুরের ছেলে সাব্বিরকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তরুন/এফএ/এমএস