ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

প্রকাশিত: ০১:১৮ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৬

বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে প্রতি বছরের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় এবারো শেষ হলো বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগীতা।

মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের শিমরাইলকান্দি শ্মশান ঘাট থেকে মেড্ডা কালাগাজীর মাজার পর্যন্ত তিতাস নদীতে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন আয়োজিত এ প্রতিযোগীতার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

Boat

ছলৎ ছলাৎ শব্দে সুন্দইরা মাঝির বৈঠা গর্জে উঠার সঙ্গে সঙ্গে উত্তেজনায় ফেঁটে পড়েন তিতাস পাড়ের ক্রীড়ামোদিরা। তিতাস নদীতে নৌকাবাইচ ব্রাহ্মণবাড়িয়াবাসির এক প্রাণের উৎসব। নৌকাবাইচ প্রতিযোগীতা উপভোগ করতে তিতাস নদীর তীরে ভিড় জমান লাখো মানুষ।

এবারের নৌকাবাইচ প্রতিযোগীতায় বিভিন্ন স্থান থেকে আসা ১৩টি নৌকা অংশগ্রহণ করে। পরে নৌকাবাইচ শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Boat

অতিরিক্ত জেলা প্রশাসক বশিরুল হক ভূইয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন, বিজিএফসিএলের কোম্পানি সচিব মতিউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির প্রমুখ।

নৌকাবাইচ প্রতিযোগীতায় প্রথম হয়েছে জেলার সরাইল উপজেলার ক্ষেমতাপুরের নৌকা, দ্বিতীয় হয়েছে নাসিরনগর ও তৃতীয় হয়েছে বিজয়নগর উপজেলার বুল্লা গ্রামের নৌকা।

আজিজুল সঞ্চয়/এআরএ/এবিএস