ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে ভিমরুলের কামড়ে আহত শিশুর মৃত্যু

প্রকাশিত: ০২:১৯ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৬

শরীয়তপুরের নড়িয়ার উপজেলার মোক্তার চর ইউনিয়নের পোড়াগাছা গ্রামে ভিমরুলের কামড়ে আহত শিশু রবিউল হাসান মাহিনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, পোড়াগাছা গ্রামের নুর জামাল বেপারীর স্ত্রী ফাহিমা বেগম (২১) তার দেড় বছরের ছেলে রবিউল হাসান মাহিনকে নিয়ে ছাদে কাপড় শুকাতে যান। এসময় শিশু মাহিন ছাদে থাকা পাটকাঠি টান দিলে ভিমরুলের বাসা ভেঙে দেয়। এতে ভিমরুল উড়ে এসে ফাহিমা ও তার ছেলেকে কামড়াতে থাকে। ভিমরুলের কামড়ে মা ছেলে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের শরীয়তপুর সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে শিশু মাহিন মারা যায়।

ছগির হোসেন/এআরএ/আরআইপি

আরও পড়ুন