চাঁপাইনবাবগঞ্জে ১৬০০ বোতল ফেনসিডিলসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বুধবার সকালে পৃথক দুটি অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, সদর উপজেলার চক আলমপুর গ্রামের দবির বিশ্বাসের ছেলে মামুন আলী (৩৮) ও গোমস্তাপুর উপজেলার তিন ঘরিয়া গ্রামের মালিন আলীর ছেলে বাবু (২৫)।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের বালুচর এলাকায় অভিযান চালিয়ে ট্রলিতে থাকা ৫৫০ বোতল ফেনসিডিলসহ বাবুকে আটক করে পুলিশ।
একই সময় শিবগঞ্জ উপজেলার পুরাতন বার রশিয়া ঈদগাহ্ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০ বোতল ফেনসিডিলসহ মামুন আলীকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আব্দুল্লাহ/এফএ/পিআর