ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্যস্ত সময় পার করছে কামাররা

প্রকাশিত: ১১:২৯ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। চাকু, ছুরি, দা-কোপসহ কুরবানির পশু জবাইয়ের প্রয়োজনীয় জিনিস তৈরি, বিক্রি ও মাংস কাটার পুরাতন জিনিসপত্র ধার দিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের কামাররা।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর মহল্লার সুকেন কর্মকার জানান, বছরের অন্যান্য সময় তেমন কাজ না হলেও কুরবানি ঈদের প্রায় এক মাস পূর্বে কাজের চাপ বেড়ে যায়। ফলে সময় মতো জিনিস সরবরাহ করার জন্য কর্মচারি নিয়োগ দিতে হয়। ঈদের আর মাত্র কয়েক দিন বাকি তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। অনেকেই আসছেন মাংস কাটার পুরাতন জিনিসগুলো ধার দেয়ার জন্য।

Chapainawabg

দূর্গাপুর মহল্লার দুলাল আলী জানান, মাংস কাটার যন্ত্রগুলো এক বছর থেকে ব্যবহার না হওয়ায় মরিচা ধরেছে। তাই ব্যবহারের উপযোগী করতে কামারের কাছে নিয়ে এসেছি ধার দিতে।

অন্যদিকে, শহরের বিভিন্ন স্থানে রাস্তার ধারে বসেছে দা-ছুরির অস্থায়ী দোকান। সেখান থেকে ক্রেতারা তাদের প্রয়োজনীয় জিনিস কিনছেন।

Chapainawabg

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা হাটের চাকু-ছুরি বিক্রেতা ইসমাঈল হোসেন, রাজ কুমার ও নিতাই চন্দ্র কমৃকার জানান, এখনো তেমন বেচা-বিক্রি শুরু হয়নি। তবে ঈদের ২/৩ দিন আগে থেকে বিক্রি বেড়ে যাবে।

আব্দুল্লাহ/এআরএ/এমএস