ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘুষের টাকাসহ সার্ভেয়ার গ্রেফতার

প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ভূমি অফিসে ঘুষ গ্রহণকালে টাকাসহ হাতেনাতে মিজানুর রহমান নামে এক সার্ভেয়ারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মিজানুর রাজশাহীর বাগমারা থানার বানাইপুর তেলহারা গ্রামের ইমাজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, ঠনঠনিয়া হিন্দুপাড়ার পার্থ চক্রবর্তীর ছেলে পিয়াল চক্রবর্তী নন্দীগ্রাম পৌর এলাকার আলাইপুরের ১০৯ দাগের তিন শতক ভিটার খাজনা খারিজের জন্য চেষ্টা করছিলেন। তিনি গত ৫ সেপ্টেম্বের নন্দীগ্রাম ভূমি অফিসের সার্ভেয়ার (ভারপ্রাপ্ত কানুনগো) মিজানুর রহমানকে কাগজপত্র দেন। এসময় পিয়াল চক্রবর্তী তার কাছ ছয় হাজার টাকা ঘুষ দাবি করে। পরে দফারফা শেষে সাড়ে চার হাজার টাকায় খারিজ করতে রাজি হন ভূমি অফিসের সার্ভেয়ার। সে মোতাবেক তিনি ৫০০ টাকা অগ্রিম ঘুষ গ্রহণ করেন।

তবে ওইদিনই এ বিষয়ে লিখিতভাবে পিয়াল চক্রবর্তী দুর্নীতি দমন কমিশনে সার্ভেয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর বুধবার দুপুরে ভূমি অফিসে এসে পিয়াল চক্রবর্তী সার্ভেয়ার মিজানুর রহমানকে বাকি সাড়ে তিন হাজার টাকা ঘুষ প্রদান করেন।

টাকাটি নেয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মাহফুজ ইকবাল, এসআই মাহবুর রহমান, কামরুল হুদাসহ অন্যান্যরা তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদুক) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।

এআরএ/এমএস