ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ০১:৫৩ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

নরসিংদীতে ডিবি পুলিশ হেফাজতে মোহাম্মদ আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বিকেলে তার মৃত্যু হয়। মোহাম্মদ আলী বেলাব উপজেলার দেওয়ানেরচর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

যুবকের মৃত্যুর প্রতিবাদে নরসিংদীর বেলাবো বাজারে বিক্ষোভ করেন ব্যবসায়ী ও এলাকাবাসী। এ সময় দোকানপাট বন্ধ করে দেন স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে দোকানপাট খোলা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ডিবি পুলিশের এসআই খোকন চন্দ্র সরকার বুধবার দুপুরে মোহাম্মদ আলীকে ১৩০ পিস ইয়াবাসহ বেলাব উপজেলার দেওয়ানেরচর গ্রাম থেকে আটক করে। মোহাম্মদ আলী মাদকাসক্ত ছিলেন। আটকের পর তিনি হৃদরোগে আক্রন্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়।  
মোহাম্মদ আলীর স্ত্রী ফাতেমা বেগম অভিযোগ করেন, বুধবার দুপুরে গ্রামের একটি কনফেকশনারি থেকে তার স্বামীকে ধরে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে নির্যাতনে তার মৃত্যু হয়।
 
জেলা হাসপাতালের আরএমও মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

উপজেলা নিবাহী কর্মকর্তা উম্মে হাবিবা বলেন, যুবকের মৃত্যুর ঘটনায় মানুষ উত্তেজিত হয়ে ওঠে। দোষীদের বিচারের আশ্বাসে তারা শান্ত হয়ে ফিরে যায়।

পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) বলেন, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারকে (ডিএসবি) প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

সঞ্জিত সাহা/এএম/এবিএস