ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে ধীরগতি
অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে যান চলাচল করছে ধীরগতিতে। মহাসড়কে পশুবাহী ট্রাকের সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট ও যান চলাচলে ধীরগতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই পর্যন্ত সকালে প্রায় ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে খুবই ধীরগতিতে যানবাহন চলাচল করছে।
এদিকে মহাসড়কে টাঙ্গাইল অংশের প্রায় ৬৫ কিলোমিটারে এলেঙ্গা, মির্জাপুর, পাকুল্লা, ধেরুয়া রেলক্রসিংসহ বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট তৌফিক ইফতেখার বিন নাসির বলেন, এমনিতেই অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে। গতকাল থেকে ঢাকাগামী পশুবাহী ট্রাকের সংখ্যা অনেক গুণ বেড়েছে। এছাড়া দক্ষিণ অঞ্চলের যানবাহন এই মহাসড়ক দিয়ে চলাচল শুরু করেছে। ফলে বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে দীর্ঘ সময় গাড়ি থেমে থাকছে না। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে।
আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন