ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় জামায়াত-শিবিরের কর্মীসহ গ্রেফতার ৩৬

প্রকাশিত: ০৬:০২ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৬

সাতক্ষীরায় অভিযান চালিয়ে নাশকতা মামলায় জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ৩৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় একযোগে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমান জানান, গ্রেফতাররা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি।

একযোগে অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানায় ১২ জন, কলারোয়া থানায় ৬ জন, তালা থানায় দুইজন, কালিগঞ্জ থানায় ৪ জন, শ্যামনগর থানায় ৪ জন, আশাশুনি থানায় ৪ জন, দেবহাটা থানায় একজন ও পাটকেলঘাটা থানায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/আরআইপি