কক্সবাজারে ট্রলারডুবি, উদ্ধার ৪২
অবৈধপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত ৪২ জনকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা।
বৃহস্পতিবার ভোর ৫টায় বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে শতাধিক যাত্রী নিয়ে এফবি ইদ্রিস নামে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবে যায়। তবে এখন পর্যন্ত কোনো মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
ট্রলারটি উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে তানভীর নামে কোস্টগার্ডের একটিসহ তিনটি উদ্ধাকারী জাহাজ ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে। নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা দুর্ঘটনা কবলিত জাহাজটিকে তীরে নিয়ে আসার চেষ্টা করছে।
কোস্টগার্ড কর্মকর্তা এম এ হাশেম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শতাধিক যাত্রী নিয়ে এ ট্রলারটি ডুবে গেছে বলে তারা জেনেছেন। উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আংসাই থোই জানান, চট্টগ্রামের মাঝেরঘাট এলাকা থেকে বুধবার রাতে ট্রলারটি রওনা হয়। ট্রলারের শতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।
বিএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি