ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সেনাবাহিনীর পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ

প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সেনাসদস্য বহনকারী পিকআপের সঙ্গে মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে সেনা কর্মকর্তার স্ত্রীসহ ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রিজ গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা জানায়, ঢাকা থেকে সেনা সদস্যের বহনকৃত একটি পিকআপ সিলেট ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা হয়। ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে (মৌলভীবাজার-ট-১১-০০০১) সংঘর্ষ হয়।
 
এতে সেনা বাহনকারী গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সিলেট ক্যান্টনমেন্টের লে. কর্নেল আব্দুল মমিনের স্ত্রী সাবরিনা জেসমিন (৪০), ল্যান্স কর্পোরাল মাইদুল ইসলাম (৩৫), সেনা সদস্য নোমান মিয়া (৩২) ও ট্রাকচালক বাবুল মিয়া (৩৫) আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘন্টাখানেক পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খবর পেয়ে জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমরান হোসেন, সিভিল সার্জন দেবপদ রায়সহ একদল পুলিশ হাসপাতালে ছুটে যান। আশঙ্কাজনক অবস্থায় সাবরিনা জেসমিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দীন শাহীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান আল রিয়াদ/এআরএ/এবিএস